Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
প্রতিবন্ধী হুসাইন ফেরদাউস এর দারিদ্র্য জয়
ছবি
ডাউনলোড

হুসাইন ফেরদাউস একজন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি। নিজের ভাগ্য উন্নয়নে প্রবল ইচ্ছা ও কর্মদক্ষতা থাকলে শত বাধা অতিক্রম করে লক্ষ্যে পৌছানো যায় তারই উদাহরন হুসাইন ফেরদাউস। হুসাইন ফেরদাউস বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নের লালচন্দ্রপুর গ্রামে জন্মগ্রহণ করেন। জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী এবং বাক প্রতিবন্ধী হওয়া সত্বেও তিনি কারও বোঝা না হয়ে নিজে সাবলম্বী হওয়ার চেষ্টা করেছেন। শৈশব হতে দারিদ্র্যের সাথে যু্দ্ধ করে তিনি বড় হয়েছেন। টিউশনির মাধ্যমে নিজ পড়ার খরচ চালিয়ে মাদ্রাসা বোর্ড হতে ২০১১ সালে দাখিল, ২০১৩ সালে আলিম পাস করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ড হতে ০৬ মাস মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণ করেন। উপজেলা সমাজসেবা কার্যালয়, ফকিরহাট, বাগেরহাটে কর্মরত ইউনিয়ন সমাজকর্মীর মাধ্যমে জানতে পারেন যে, অসচ্ছল প্রতিবন্ধীদের আর্থ-সামাজিক উন্নয়নে বর্তমান সরকার প্রতিবন্ধীদের বিভিন্ন সুবিধা প্রদান করেন। তিনি সমাজসেবার কার্যক্রম সম্পর্কে অবহিত হয়ে প্রতিবন্ধী জরিপের মাধ্যমে সুবর্ণ নাগরিক পরিচয়পত্র সংগ্রহ করেন এবং সুদমুক্ত ক্ষুদ্রঋণ প্রাপ্তির আবেদন করেন। পরবর্তীতে উপজেলা সমাজসেবা কার্যালয়, ফরিকহাট হতে মহিলা ও শারীরিক প্রতিবন্ধী পুনর্বাসন কার্যক্রম খাত হতে তিনি ২০১৫ সালে ২০,০০০/- টাকা ঋণ গ্রহণ করেন। উক্ত অর্থ এবং তার নিজের গচ্ছিত কিছু অর্থ দিয়ে ০১ টি কম্পিউটার ক্রয় করেন এবং লালচন্দ্রপুরে একটি দোকান করেন। সেখানে তিনি কম্পিউটারে কাজের মাধ্যমে মাসে ৫-৬ হাজার টাকা আয় করেন। উক্ত আয়ের মাধ্যমে তিনি তার ঋণ শোধ করে আবারও ২০১৭ সালে ২০,০০০/- টাকা ঋণ গ্রহন করেন এবং তার ব্যবসা সম্প্রসারণ করেন। কম্পিউটারের আয়ের পাশাপাশি তিনি তার ব্যবসায়ে মুদি সামগ্রী এবং মাছের খাদ্য যেমনঃ ভুসি, কুড়া, ফিস ফিড, ইত্যাদি বিক্রয়ের জন্য যুক্ত করেন। ফলে মাসে তার প্রায় ১০,০০০/- টাকা আয় হয়। তিনি জানান যে, সামাজসেবার এই সল্প সুদের ঋণ কার্যক্রমের কারনে তিনি আজ সাবলম্বী ।