পটভূমি:
হিজড়া জনগোষ্ঠী বাংলাদেশের মোট জনসংখ্যার একটি ক্ষুদ্র অংশ হলেও আবহমান কাল থেকে এ জনগোষ্ঠী অবহেলিত ও অনগ্রসর গোষ্ঠী হিসেবে পরিচিত। সমাজে বৈষম্যমূলক আচরণের শিকার এ জনগোষ্ঠীর পারিবারিক, আর্থসামাজিক, শিক্ষা ব্যবস্থা, বাসস্থান, স্বাস্থ্যগত উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ সর্বোপরি তাদেরকে সমাজের মূল স্রোতধারায় এনে দেশের সার্বিক উন্নয়নে তাদেরকে সম্পৃক্তকরণের লক্ষ্যে সরকার এ কর্মসূচি গ্রহণ করেছে। সমাজসেবা অধিদফতরের জরিপমতে বাংলাদেশে হিজড়ার সংখ্যা প্রায় ১০ হাজার।
২০১২-২০১৩ অর্থ বছর হতে পাইলট কর্মসূচি হিসেবে দেশের ৭টি জেলায় এ কর্মসূচি শুরু হয়। ২০১২-১৩ অর্থ বছরে বরাদ্দ ছিল ৭২, ১৭,০০০ (বাহাত্তর লক্ষ সতের হাজার) টাকা। ২০১৫-১৬ অর্থ বছরে ৬৪ জেলায় সম্প্রসারন করা হয়েছে। ২০১৮-১৯ অর্থ বছরে ৬৪ জেলায় বরাদ্দকৃত অর্থের পরিমাণ ১১ কোটি ৪০ লক্ষ টাকা।
লক্ষ্য ও উদ্দেশ্য:
ফকিরহাট উপজেলায় হিজড়া জনগোষ্ঠীর বিশেষ ভাতা বৃদ্ধির পরিসংখ্যান:
সময়কাল |
উপকারভোগীর সংখ্যা |
মাসিক ভাতা |
বরাদ্দের পরিমাণ |
২০১৫-১৬ |
০১ জন |
৫০০ টাকা |
৬,০০০ টাকা |
২০১৬-১৭ |
০১ জন |
৬০০ টাকা |
৭,২০০ টাকা |
২০১৭-১৮ |
০১ জন |
৬০০ টাকা |
৭,২০০ টাকা |
২০১৮-১৯ | ০১ জন | ৬০০ টাকা | ৭,২০০ টাকা |
২০১৯-২০ | ০১ জন | ৬০০ টাকা | ৭২০০ টাকা |
২০২০-২১ | ০১ জন | ৬০০ টাকা | ৭২০০ টাকা |
২০২১-২২ | ০১ জন | ৬০০ টাকা | ৭২০০ টাকা |
২০২২-২৩ | ০১ জন
|
৬০০ টাকা
|
৭২০০ টাকা
|
২০২৩-২৪ | ০৫ জন
|
৬০০ টাকা
|
৭২০০ টাকা
|
২০২৪-২৫ | ০৫ জন | ৬০০ টাকা
|
৭২০০ টাকা
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
সেবা প্রদান পদ্ধতি (সংক্ষেপে):
(১) বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে উপজেলা/শহর সমাজসেবা অফিসার বিজ্ঞপ্তি প্রচার করেন অত:পর নির্ধারিত ফরমে আগ্রহী ব্যক্তিদের সমাজসেবা অফিসার বরাবর আবেদন করতে হয় ।
(২) প্রাপ্ত আবেদন ইউনিয়ন কমিটি কর্তৃক সরেজমিনে যাচাই-বাছাই করে প্রস্তাব আকারে উপজেলা কমিটিতে প্রেরণ করে। অত:পর উপজেলা কমিটি যাচাই বাছাই করে বরাদ্দ অনুসারে উপকারভোগী নির্বাচন করে।
(৩) নির্বাচিত ব্যক্তির নামে ব্যাংক হিসাব খোলা এবং কেন্দ্রীয় হিসাব হতে ভাতা বা উপবৃত্তির টাকা স্থানান্তর করে নির্বাচিত ব্যক্তিকে অবহিতকরণ পূর্বক ভাতা বা উপবৃত্তি বিতরণ সম্পন্ন করা হয় ।
(৪) ১৮ বছর বয়সের উর্ধ্ব কর্মক্ষম ব্যক্তিদেরকে ট্রেড ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হয় । প্রশিক্ষণার্থীদেরকে প্রশিক্ষণোত্তর অফেরতযোগ্য আর্থিক সহায়তা প্রদান করা হয়
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস